দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের  ব্যবসায়ী খুন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০২ পিএম, সোমবার, ১৩ জুন ২০২২ | ৪৫২

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নাহিদুল ইসলাম জয় (৩০) নামের এক ব্যবসায়ী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। তিনি এই উপজেলার বাঁশতৈল ইউনিয়নের দক্ষিণ পেকুয়া গ্রামের হাসমত মিয়ার ছেলে।

দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা এবং বাংলাদেশ সময় রাত ১১টায় সন্ত্রাসীরাা জয়ের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে গুলি করে হত্যা করে বলে সোমবার তার বাবা হাসমত মিয়া জানিয়েছেন।

তিনি আরো জানান, গত ১২ বছর আগে নাহিদুল ইসলাম জয় আফ্রিকায় যায়। পরে সেখানে দেশটির নিউক্যাসেল শহরে একটি দোকান ভাড়া নিয়ে কসমেটিকস ব্যবসা করেন। রোববার সন্ধ্যায় অস্ত্রধারী একদল সন্ত্রাসী নাহিদুলের ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেয় এবং তাকে গুলি করে হত্যা করে। নাহিদুল তার বাবার একমাত্র পুত্র সন্তান বলে জানা গেছে।

উল্লেখ্য, দেড় বছর আগে বাশতৈল ইউনিয়নের পেকুয়া পশ্চিমপাড়া গ্রামের জয়ের মামা ফারুক দক্ষিণ আফ্রিকায় একইভাবে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বলে এলাকাবাসী জানিয়েছেন।