নাগরপুরে যমুনার ব্যাপক ভাঙ্গন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৫ পিএম, শনিবার, ১১ জুন ২০২২ | ৬৭৫

টাঙ্গাইলে নাগরপুর উপজেলার যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় দপ্তিয়র ও সলিমাবাদ ইউনিয়নের পাইশা মাইঝাইল, খাষ ঘূনিপাড়া, নিশ্চিন্তপুর যমুনার ভাঙ্গনে এভাবেই বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান রাস্তাঘাট আর ফসলী জমি।

নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আকস্মিক এ ভাঙ্গন দেখা দিয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে এমনিতেই যমুনার ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছে অসংখ্য পরিবার। আর এবছর ভাঙ্গনে এখন দিশেহারা উপজেলার যমুনা তীরবর্তী মানুষগুলো। 

এবিষয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন বার্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, দপ্তিয়র ও সলিমাবাদ এলাকায় ভাঙ্গনরোধে জরুরী ভিত্তিতে জিওব্যাগ ফালানো হচ্ছে। আশা করি নদী ভাঙ্গন কিছুটা হলেও কমবে।„