শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলে মৎস্যজীবী লীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২২ পিএম, শনিবার, ৪ জুন ২০২২ | ৩৬৯

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ।

শনিবার  সকালে টাঙ্গাইল জেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পার্ক বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পার্ক বাজারে বিক্ষোভ সমাবেশ করেছে।

টাঙ্গাইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মো. আমীর হামজা বেপারী’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক খান তাজুল আরেফিন রাসেল, সদর উপজেলা শাখার সদস্য সচিব মোমিন বেপারী, শহর শাখার আহবায়ক মোস্তফা ভান্ডারী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি কোহিনুর বেপারী, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদ ইসলাম মাতাব্বর, সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী ও মো. খোকন মিয়াসহ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।