প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মির্জাপুরে বিক্ষোভ সমাবেশ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
প্রকাশিত: ০১:১০ পিএম, শনিবার, ৪ জুন ২০২২ | ৪২১

বাংলাদেশ আ.লীদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি জামাত জোট কর্তৃক কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে আ.লীগ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।

শনিবার বেলা ১১টার দিকে সদরের কলেজ রোডস্থ আ.লীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সমাবেশে মিলিত হয়।

উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহামুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেনে সীমান্ত, সাবেক সহসভাপতি এডভোকেট মোশারফ হোসেন মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহীদ ইকবাল, সাবেক দপ্তর সম্পাদক জহিরুল হক, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ।