ঝিনাইগাতী ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যোগে শিশুর নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১৭ পিএম, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮ | ৩৭৭

শেরপুরের ঝিনাইগাতী ওয়ার্ল্ড ভিশন অব বাংলাদেশের উদ্দ্যোগে ২৫জানুয়ারী বৃহস্পতিবার সকালে এডিপি’র হলরুমে শিশুর নিরাপত্তা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, চাইল্ড প্রটেকশন অফিসার প্যাট্রিক রুরাম।

আলোচক শিশুর নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকসহ একজন শিশুকে ভবিষ্যতে বেড়ে উঠার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সভায় এসএমসি’র সদস্য, অভিভাবক সদস্য, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিশু ফোরামের সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।