টাঙ্গাইলে ‘উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব’ শীর্ষক সেমিনার


টাঙ্গাইলে ‘উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এবং শিল্প মন্ত্রণালয়ের জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) এর উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নাসিব কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি মির্জা নুরুল গণী শোভন।
নাসিব টাঙ্গাইল জেলা শাখার সভাপতি জাফর আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন অর রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আমিরুল ইসলাম খান, নাসিব টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি ডা. সাহিদা আক্তার প্রমুখ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের গবেষণা অফিসার আকিবুল হক। সেমিনারে শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন।