বাসাইলে প্রশিক্ষণ কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৭ পিএম, বুধবার, ১৮ মে ২০২২ | ৩৯৩

ইলের বাসাইলে তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মে)  বাংলাদেশ তথ্য কমিশন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) রানুয়ারা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। 

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নাহিয়ান নুরেন, পৌর মেয়র  বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ প্রমুখ।