মির্জাপুরে দুই মাদকসেবীর জেল

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩২ পিএম, সোমবার, ৯ মে ২০২২ | ৪৬৭

টাঙ্গাইলের মির্জাপুরে মাদক সেবনের দায়ে ২ মাদকসেবীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল এই আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- পৌর এলাকার পোষ্টকামুরী গ্রামের ছালাম মিয়ার ছেলে টুটুল মিয়া (৩৫), একই গ্রামের লক্ষণ রাজবংশীর ছেলে ইন্দ্র মোহন (৪০)। 

জানা গেছে,  বেলা ১টার দিকে ভ্যাম্যমান আদালত পরিচালনা করে পোষ্টকামুরী গ্রাম থেকে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে টুটুলকে ৬ মাস ও ইন্দ্র মোহনকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।