পাবলিক ইউনিভার্সিটি
স্টুডেন্টস এসোসিয়েশন অব বাসাইলের উদ্যোগে ঈদ উপহার


"আমরা নবীন শিকড়ের টানে, অগ্রযাত্রায় বাসাইলের পানে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল উপজেলার একঝাকঁ তরুন, মেধাবী ও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব বাসাইলের উদ্যোগে ঈদ উপহার বিতরন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সিনিয়র সদস্য মনির হোসেনের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা সভাপতি রনি আহমেদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের প্রভাষক ও সাবেক সফল প্রক্টর ড.কে এম সাইফুল ইসলাম। সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড.আবদুস সবুর খান।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব (আর্থিক বিভাগ) আমিন শরীফ সুপন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্মসচিব আমিন উদ্দিন, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিষয়ের অধ্যাপক ড. কামরুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. বদিউজ্জামান খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তওফিক খান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আল আমিন, চট্রগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের আহমেদ, পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, সংগঠনের সাধারন সম্পাদক সাইদুর রহমান সাইম প্রমুখ।
বাসাইল উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনটির প্রায় দুইশতাধিক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন ড.কে এম সাইফুল ইসলাম। এর আগে সকালে সংগঠনের পক্ষ হতে ৫০ জন দুস্থ ও অসহায়ের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।