রেড ক্রিসেন্ট সোসাইটির ১০১০টি পরিবারে মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৮ পিএম, বুধবার, ১৯ আগস্ট ২০২০ | ৯৫২

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের নিজস্ব অর্থায়নে টাঙ্গাইলে বন্যার্তদের পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

১৯ আগষ্ট বুধবার সদর উপজেলার মাহমুদনগর ও দাইন্যা ইউনিয়নের কর্মহীন দরিদ্র মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী ফুড প্যাকেজ বিতরণ করা হয়।

এসময় মাহমুদনগর ও দাইন্যা ইউনিয়নের গ্রামের ১০১০টি পরিবারে মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সাড়ে সাত কেজি চাল, এক কেজি ডাল, দুই লিটার সয়াবিন তৈল, এক কেজি চিনি,এক কেজি লবণ ও এক কেজি সুিজ ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারি ও আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টা এম এ রৌফ,টাঙ্গাইল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টা নাজমুল হুদা নবীন, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালক নরুল আমিন,শহর আওয়ামীলীগের সহ-সভাপতি আকরাম হোসেন কিসলু প্রমুখ।