ঈদযাত্রা- মহাসড়কে রাতে ধীরগতি, সকালে স্বাভাবিক


ঈদকে কেন্দ্র করে মহাসড়কের যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রাতে ধীর গতি থাকলেও সকালে স্বাভাবিক রয়েছে। তবে মহাসড়কের বিভিন্ন এলাকায় ঘর মুখো মানুষের চাপ লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (২৮এপ্রিল) সকালে মহাসড়কের আশেকপুর, ঘারিন্দা, কান্দিলা, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গাসহ বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।
পুলিশ জানান, রাতে অতিরিক্ত যানবাহনে চাপে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। তবে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বগুড়া থেকে আসা এসআই পরিবহনের বাস চালক খোরশেদ মিয়া জানান, গাড়িতে তেমন যাত্রী নেই। তবে ঢাকা থেকে আসার সময় যাত্রী হবে। এ দিকে রাতে শুনেছি এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত থেমে থেমে যানজট ছিলো। বর্তমানে রাস্তা স্বাভাবিক রয়েছে।
ট্রাক চালক হাসান আলী বলেন, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত রাতে গাড়ির চাপ থাকে। বৃহস্পতিবার সকাল থেকে কোন চাপ নেই।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতোয়ার রহমান বলেন, রাতে উত্তরবঙ্গ থেকে অনেক গাড়ি ঢাকায় গেছে। ফলে অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কে ধীর গতি ছিলো। সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের কোথাও কোন যানবাহনের ঝটলা নেই।