সখিপুরে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫২ পিএম, রোববার, ২৪ এপ্রিল ২০২২ | ৩৬৭

টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুরে হতদরিদ্র ও দুস্থ্য মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে উপজেলার এসএ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০০ এর সংগঠন “উই আর আইকন” এই অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলার বিভিন্ন এলাকার দুইশ’ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো, ছোলা, ডাল, খেজুর, চিনি, সেমাইসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।

এসময় উপস্থিত ছিলেন, শাহাবুদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের (এসএ) সাবেক প্রধান শিক্ষকসহ বর্তমান শিক্ষক মন্ডলী, ‘উই আর আইকন’ এর পক্ষে নাজমুল ও লিপি খানম সহ ২০০০ ব্যাচের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

আয়োজকরা জানান, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে “উই আর আইকন” আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।