টাঙ্গাইলস্থ ধনবাড়ী কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৯ পিএম, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ | ৬৭৭
টাঙ্গাইলস্থ ধনবাড়ী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের ভিক্টোরিয়া ফুড জোনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
খন্দকার তারিকুল ইসলাম তারেক টাঙ্গাইল চেম্বার অব কমার্স এর সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায়  সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
 
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব মীর ফারুক আহমাদ ফরিদ।
 
ধনবাড়ী কল্যাণ সমিতির সভাপতি ডা. এ জেড খান জাহাঙ্গীর এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরণ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বদরুল আলম, সংবর্ধিত অতিথি টাঙ্গাইল চেম্বার অব কমার্স এর সাধারণ সম্পাদক খন্দকার তারিকুল ইসলাম তারেক, প্রমুখ।
 
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, কার্যকরী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান সোয়েব প্রমুখ।
 
ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ধনবাড়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান। সংগঠনের পক্ষ থেকে ধনবাড়ীর কৃতি সন্তান টাঙ্গাইল চেম্বার অব কমার্স এর সাধারন সম্পাদক খন্দকার তারিকুল ইসলাম তারেক কে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।