মাভাবিপ্রবিতে এতিম ও সুবধিাবঞ্চিত শিশুদের ইফতার


টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোটার্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইল-এর উদ্যাগে গত ১৭ই এপ্রিল পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহ নাসির উদ্দীন বোগদাদী এতিমখানায় প্রায় ১৫০ জনের অধিক এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে এই ইফতার ও দোয়া মাহফলিরে আয়োজন করা হয়।
সংগঠনটির সদস্যরা জানানঃ আরবি 'আল মাদিবাহ' শব্দের অর্থ একাধিক ব্যক্তিকে একসাথে দাওয়াত দিয়ে পানাহার করানো। মূলত সুবিধাবঞ্চিত শিশুদের মুখে একবেলার ইফতার তুলে দিতে তাদের সাথে এক হয়ে ইফতার করার জন্যই আয়োজন।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও এনভায়রনমেন্টাল সায়েন্স ও রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগরে অধ্যাপক ড. মীর মোঃ মোজাম্মলে হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আল আমিন তালুকদারসহ অন্যান্যরা।
ইফতার মাহফিলরে আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবটির প্রেসিডেন্ট রোটার্যাক্ট মোঃ নাঈম হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভাপতির বক্তব্যে তিনি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার ও তাদের প্রতি সমাজের বিভিন্ন দায়িত্বের কথা উল্লেখ করেন।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল সর্ম্পকে প্রোগ্রাম চেয়ারম্যান রোটার্যাক্টপলাশ খান বলেন, আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই “রোটার্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী” টাঙ্গাইলের সভাপতিকে, সে আমার উপর আস্থা রেখে এত সুুন্দর এক প্রোগ্রামের দায়িত্ব অর্পন করার জন্য। আমরা প্রায় ১৫০ জন অসহায় ও এতিম শিশুদের ইফতার ও রাতের খাবার ব্যবস্থা করেছি। আমি আরও ধন্যবাদ দিতে চাই আয়োজন কমিটির সদস্য মেজবা বিন মোস্তফা, সিয়াম মোল্লাসহ আরও যারা আন্তরিকভাবে কাজে সহযোগিতা করেছে।