মির্জাপুরে ৫শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৭ পিএম, রোববার, ১৭ এপ্রিল ২০২২ | ৩৮৮

টাঙ্গাইলের মির্জাপুরে মৌসুমে উফশী আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৫শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে সুবিধাভোগীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বীরমুক্তিযোদ্ধা দুর্লভ চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল প্রমুখ।

মির্জাপুর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল জানান,  উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি ১ পৌরসভার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই সহায়তা দেয়া হয়েছে। প্রতিটি কৃষককে এক বিঘা জমির জন্য ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে সহায়তা দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।