মির্জাপুর প্রেসক্লাবের কম্পিউটার কক্ষ উদ্ধোধন ও ইফতার

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২ | ৭০৭

টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের কম্পিউটার কক্ষের উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে ফিতা কেটে কম্পিউটার কক্ষের  উদ্ধোধন করেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। 

প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি নিরাঞ্জন পালের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ খান আহমেদ শুভ। 

অনদের মধ্যে বক্তৃতা করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, সাংবাদিক অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন বাবর প্রমুখ।

পরে প্রেসক্লাবের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।