টাঙ্গাইলে হেরোইনসহ ৩ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০০ এএম, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২ | ৪৪৫

টাঙ্গাইলের দেলদুয়ারে ৩ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বুধবার দুপুরে উপজেলার হেরন্ড উত্তর পাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার হেরন্ডপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে রজব আলী (৩৪), একই উপজেলার আঃ রহিম মিয়ার ছেলে ইউনুস মিয়া (৩০), একই উপজেলার  শৈলকুড়িয়া গ্রামের আতোয়ার রহমানের ছেলে ফিরোজ (৩২)।

এসময় ৩  গ্রাম হেরোইন, ৪টি মোবাইল, ৪টি সিম কার্ড এবং নগদ ২ হাজার ৪৫ টাকাসহ তাদের হাতেনাতে আটক করে।  

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে জানান, আটককৃতরা মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে দেলদুয়ার থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে  দেলদুয়ার থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।