মধুপুর-ধনবাড়ী-১ আসনের জাতীয় পার্টির
এমপি প্রার্থী নূরুল ইসলাম রাজ আর নেই


টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ী-১ আসনের জাতীয় পার্টির এমপি প্রার্থী জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচিত্র প্রযোজক ঐতিহ্যবাহী মধুপুরের অন্যতম খ্যাতিমান, প্রভাবশালী ধনার্ঢ্য ব্যাক্তি হিসাবে পরিচিত, সরকার পরিবারের মৃত ময়েজ সরকারের সন্তান কল্লোল পেক্ষাগৃহ ও সরকার মার্কেটের মালিক মধুপুর পৌরসভার তিন তিনবারের নির্বচিত পৌর মেয়র মো: সরকার শহিদ এর বড় ভাই মো: নূরুল ইসলাম রাজ, মঙ্গলবার ২৩ জানুয়ারী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে বিকেল ৪ টায় ষ্টোকে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। মা, ২ছেলে,১ মেয়ে, ভাই, আত্বীয়-স্বজন ও অসখ্যগুইগ্রাহী, শুভাকাঙ্খী রেখে গেছেন। আজ ২৪ জনুয়ারী মধুপুর নিজ বাস বভন রাজ বিলাসে যানাজার শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
তার মৃত্যুতে ধনবাড়ী-মধুপুর নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে মধুপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: হান্ন্ান,সহ-সভাপতি মতিয়ার রহমান সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম সহ ছাত্র সমাজ ও জাতীয় যুব সংহতি এবং ধনবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি জীবন মাহমুদ শক্তি পৌর সভাপতি আশরাফুজ্জামান, জাতীয় ছাত্র সমাজের ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হাফিজুর রহমান সহ সকল নেত্রীবৃন্দ গভীর শোক সমবেদনা জানিয়েছে।
অপরদিকে ধনবাড়ী, উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো: শহিদুল্লাহ সহ সকল মানবাধিকার কর্মী,ও উপজেলাধীন সকল সামাজিক সংগঠনের নেতীবৃন্দ শোক সমবেদনা প্রকাশ করেন।