ঘাটাইলে গ্যাস সিলিন্ডারসহ পিকআপ চুরি 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৯ পিএম, রোববার, ২০ মার্চ ২০২২ | ৪৪৬

ঘাটাইলে আল্পনা মেশিনারিজ নামের একটি দোকানে দুধর্ষ চুরিহয়েছে। গত শনিবার (১৯ মার্চ) রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বাসষ্ঠ্যান্ড জামে মসজিদের সামনে মো.আইয়ুব আলী খানের একটি মেশিনারীজের দোকানে এ চুরি সংগঠিত হয়।  এতে গাড়ীসহ চুরি হওয়া গ্যাসের দাম কমপক্ষে সাড়ে ৬ লাখ টাকা।

দোকান মালিক আইয়ুব আলী খান জানান, শনিবার রাত ৮টার দিকে ১১১ বোতল জি-গ্যাস ভর্তি গাড়ী (নং-ঢাকা-ন-১৮-১২৪৮) দোকানের সামনে রাখা হয়। লেবাররা ওই রাতে গ্যাসের বোতল নামাতে না চাওয়ায় গ্যাসের বোতল ওই গাড়িতেই রাখা হয়।

রোববার ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় দেখতে পাই গাড়ীটা দোকানের সামনে নাই। পরে সিসিটিভির ভিডিও ফুটেজে দেখতে পাই গাড়ীর কাছে ৩ জন লোক আসে। তারা প্রথমে গাড়ীর লক ভাঙ্গে। পরে তারা গাড়ী নিয়ে ময়মনসিংহের দিকে চলে যায়।  সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মো. আজহারুল ইসলাম সরকার বলেন, দোকানের সামনে মালভর্তি একটি মিনি ট্রাক রাখা হয়েছিল। যেখানে কোন পাহাড়া নেই। রাতে অজ্ঞাত লোক এসে মালসহ গাড়ি নিয়ে চলে গেছে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সনাক্ত করনের মতো ক্লু রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।