মির্জাপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু


টাঙ্গাইলের মির্জাপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার (২০ মার্চ) বেলা সাড়ে এগারটার দিকে মির্জাপুর সরকারি কলেজ মাঠে এই পণ্য বিক্রি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সালমা আক্তার শিমুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপােজলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা মুিক্তযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, পৌর আ.লীগের সভাপতি মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মো. আলম মিয়া প্রমুখ।
উদ্বোধনী দিনে পৌর এলাকার দুইশ এবং ভাতগ্রাম ইউনিয়নের ৫০ পরিবারের কাছে পরিবার কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি করা হয়।
পর্যায়ক্রমে ১১ জন ডিলারের মাধ্যমে উপজেলার ১৫ হাজার ৪১৪ পরিবার এই পণ্য ক্রয় করতে পারবে। প্রত্যেক কার্ডধারী দুই লিটার সয়াবিন, দুই কেজি ডাল এবং দুই কেজি চিনি ক্রয় করতে পারছে বলে জানা গেছে।