কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৩ পিএম, সোমবার, ১৪ মার্চ ২০২২ | ২৫৭
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার সকালে ধামরাই টু মাওনা আঞ্চলিক সড়কের উপজেলার বড় চালা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ব্যক্তি হলেন কালিয়াকৈর উপজেলার হাবিবপুর এলাকার মিজানুর রহমানের ছেলে তানভীর (২১)।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের মাওনা এলাকা থেকে তানভীর তার নিজ বাড়ি হাবিবপুরের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দিয়ে ধামরাই টু মাওনা আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলার বড় চালা নামক এলাকায় পৌঁছালে পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এস আই) সোহেল মোল্লা বলেন স্থানীয়রা ঘাতক ট্রাকসহ চালককে পুলিশে সোপর্দ করেছে।