যাত্রীবাহী ফ্লাইটে আসবে হাদিসুরের মরদেহ, পৌঁছাবে কাল

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:১৮ এএম, রোববার, ১৩ মার্চ ২০২২ | ৫৬৪

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলায় নিহত হাদিসুর রহমানের মরদেহ যাত্রীবাহী ফ্লাইটে আনা হচ্ছে। আগামীকাল সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে তার মরদেহ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।  

সূত্র বলছে, ইস্তাম্বুলে প্রচণ্ড তুষারপাতের কারণে কার্গো ফ্লাইট বাতিল হয়েছে।

তবে যাত্রীবাহী ফ্লাইটে হাসিদুরের মরদেহ আনার চেষ্টা চলছে। ইস্তাবুল-ঢাকা টিকে-০৭২২ ফ্লাইটে তার মরদেহ আনার জন্য বুকড করা হয়েছে। সোমবার দুপুর ১২টার পর মরদেহ দেশে পৌঁছাবে।

গত ২ মার্চ ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। পরদিন ৩ মার্চ অক্ষত অবস্থায় জাহাজটি থেকে ২৮ নাবিককে সরিয়ে নেওয়া হয়। পরে তাদের নিরাপদ বাংকারে রাখা হয়। সেখান থেকে তাদের প্রথমে মলদোভা, পরে রোমানিয়ায় নিয়ে আসা হয়। গত ৯ মার্চ ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়।

ইউক্রেন থেকে ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হলেও হাদিসুর রহমানের মরদেহ আনা সম্ভব হয়নি। তার মরদেহ ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছিল।