কুমুদিনী সরকারি কলেজে ছাত্রীনিবাসে ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৭ এএম, রোববার, ১৩ মার্চ ২০২২ | ২১১৮

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুমুদিনী সরকারি কলেজে একাদশ শ্রেণির ২০২১-২২ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।

১২ মার্চ শনিবার সন্ধ্যায় কলেজের ছাত্রীনিবাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমুদিনী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলীম আল রাজী।

কুমদিনী সরকারি সরকারি কলেজের ছাত্রীনিবাসের প্রধান হোস্টেল সুপার সহাযোগী অধ্যাপক প্রানেশ রঞ্জন রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক আব্দুল্যাহ্ তালুকদার।

এছাড়া অন্যান্য শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক আব্দুল রাজ্জাক, ছানোয়ার হোসেন খান, সহকারী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, ড. অলিউল ইসলাম, এস.কে. রাইয়ান, হাফজা বেগম মুন্নী, হোস্টেল সুপার প্রভাষক নূর-ই লায়লা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক আবু রাসেল মো. সাঈম। অনুষ্ঠানের শুরুতেই নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ এর আয়োজন করা হয়।

এবছর ছাত্রীনিবাসে বিজ্ঞান বিভাগে ১০০, মানবিক বিভাগে ২০০ এবং ব্যাবসায় শিক্ষা বিভাগে ৫০ জন ছাত্রী সিট পেয়েছে।