টাঙ্গাইলে বিনামূল্যে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবার প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩২ পিএম, শনিবার, ১২ মার্চ ২০২২ | ১১২০

রোটারি ক্লাব অব ঢাকা পাথফাইন্ডার্স, রোটারি ক্লাব অব টাঙ্গাইল ও পার্টনারস ফর ওয়ার্ল্ড হেলথ এর উদ্দ্যেগে টাঙ্গাইলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান প্রসঙ্গে মেডিক্যাল মিশন শুরু হচ্ছে।

একটি স্বনামধন্য মার্কিন অলাভজনক সংস্থা আজ থেকে ১৮ মার্চ পর্যন্ত এ যৌথ আয়োজনে বিনামূল্যে টাঙ্গাইলে কান্দাপাড়া পতিতালয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান ও শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের নার্সদের জন্য আন্তর্জাতিকমানের সেবামূলক প্রশিক্ষণ এর ব্যবস্থা করেছে।

এ কার্যক্রম বাস্তবায়নের জন্য সাত সদস্যের একটি মেডিকেল টিম  শনিবার (১২ মার্চ) টাঙ্গাইল পৌঁছেছেন।

এই মেডিক্যাল মিশন প্রসঙ্গে শনিবার সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  

রোটারি ক্লাব অব টাঙ্গাইলের সভাপতি মো. আশরাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টনারস ফর ওয়ার্ল্ড হেলথের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং মিশনের দলনেতা রোটারিয়ান ড. এলিজাবেথ এ্যানি ম্যাকল্যান, ইউনিভার্সিটি অব সাউদার্ন মেইনের ড. প্রফেসর সুজানি এলিজাবেথ পার্কম্যান, জেরিয়াট্রিক নার্সিং এর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত মারিয়াতে ইয়াকো এতিয়েঞ্জা, মাতৃ ও শিশু স্বাস্থ্যে বিষয়ক নার্সিং এর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ফ্রান্সিস চার্লস নাইট, প্রদাহ ও ইনফেকশন বিষয়ক নার্সিং এর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কোলেন লুসিল কার্টজ, সমাজ কর্মী এ্যানি ব্রিজেট ডলান পেলেটিয়ের, ডা. ক্যারিনা ক্লেয়ার ম্যাক অ্যালিস্টার ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

রোটারি ক্লাব অব ঢাকা পাথফাইন্ডার্স এর পক্ষ হতে পুরো দলটিকে পরিচালনা করছেন সভাপতি রোটারিয়ান তাহসিনা আফরোজ, রোটারিয়ান সুস্মিতা খান ও রোটারিয়ান শামস রাশীদ জয়।

এছাড়াও টাঙ্গাইলের সকল কর্মকান্ড পরিচালিত হচ্ছে রোটারি ক্লাব অব টাঙ্গাইল এর সভাপতি রোটারিয়ান আশরাফ হোসাইন, রোটারিয়ান মেসবাহ উদ্দীন ও রোটারিয়ান কাশেম খলিলুল্লাহ এর তত্ত্বাবধায়নে।

উল্লেখ্য, পার্টনারস ফর ওয়ার্ল্ড হেলথ, ২০১৭ সাল হতে রোটারি ক্লাবের সহযোগিতায় নিয়মিত বাংলাদেশ বিভিন্ন হাসপাতালে সুনামের সাথে বিনা মূল্যে প্রশিক্ষণের কাজ করে আসছে। এইবারের এই মিশনে উক্ত দলটি  শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল  হাসপাতালের নার্সদের জন্য আন্তর্জাতিকমানের সেবামূলক প্রশিক্ষণ পাশাপাশি টাঙ্গাইলে অবস্থিত ১২৯ বছর পুরোনো কান্দাপাড়া পতিতালয়ে অবস্থিত নারী ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক প্রাথমিক পরামর্শ প্রদান করবেন।