হ্যাবিটের নিউ নরমাল ইয়ুথ ফেস্ট-২০২২ উদযাপন


হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজি (হ্যাবিট) এর শিক্ষার্থীদের নিয়ে নিউ নরমাল ইয়ুথ ফেস্ট-২০২২ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সারাদিনব্যাপী নাটোরের লালপুর গ্যীনভ্যালী পার্কে এ অনুষ্ঠান অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আবুল হোসেন ট্রাস্ট এর চেয়ারম্যান ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্ত্যেবে তিনি বলেন একটি সুখি সমৃদ্ধশালী জাতি গঠনে কারিগরি শিক্ষাই হচ্ছে মূল চালিকাশক্তি। যে কোন জাতি গঠনে কারিগরি শিক্ষাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। শিক্ষা ছাড়া কোন জাতি কোন কালেই বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াতে পারেনি। শিক্ষা ক্ষেত্রে যে জাতি যতো বড় শিক্ষিত, সে জাতিই বিশ্বের সবচে' সন্মানী ও সুখি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজি এর চেয়ারম্যান ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেনের মা হোসনে আরা বেগম।
এসময় আরোও উপস্থিত ছিলেন হাজী আবুল হোসেন হাজী আবুল হোসেন ট্রাস্ট এর কো-চেয়ারম্যান ও দৈনিক টাঙ্গাইল সময় পত্রিকার নিবার্হী সম্পাদক আলহাজ¦ মো: আশরাফ হোসেন, টাঙ্গাইল কলেজের অধ্যক্ষ প্রফেসর নরুল ইসলাম মিয়া, কুষ্টিয়া হ্যাবিটের অধ্যক্ষ প্রফেসর সফিকুর রহমান, রংপুর হ্যাবিটের উপাধ্যক্ষ প্রতাত প্রশন্ন ভৌমিক, হ্যাবিট অনার্স ক্যাম্পাস টাঙ্গাইল এর ভাইস পিন্সিপাল সাদিয়া শাহজাবিন শিমুল, হ্যাবিটের ভাইস পিন্সিপাল রাজীব কুমার গোস্বাম, হ্যাবিটের বিভাগীয় প্রধান খন্দকার কামরুন নাহার রিনা প্রমুখ।
এসময় হ্যাবিট,রাজশাহী হ্যাবিট,রংপুর হ্যাবিট,কুষ্টিয়া হ্যাবিট,TIST,KIST প্রতিষ্টানের বিভিন্ন বিভাগের ফ্যাকাল্টি,জুনিয়র ফ্যাকাল্টি এবং সকল ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।