ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত-১


শেরপুরের ঝিনাইগাতী সড়কের কাটাখালী এলাকায় মঙ্গলবার দুপুরে যাত্রীবাহী বাস ও বেটারী চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আশ্রাব আলী (৫০) নামের এক অটো আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
আহত হয়েছেন তিন আটো যাত্রী। নিহত আশ্রাব আলী হাসলীগাও গ্রামের মৃত আহমদ আলীর ছেলে। খবর পেয়ে ওসি বিপ্লব কুমার বিশ^াস, এসআই সাজেদুল কবির ও খোকন চন্দ্র সরকারসহ সঙ্গীয় পুলিশ বাহিনী আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
সেই সাথে থানা পুলিশ ঘাতক বাসটিকেও আটক করতে সক্ষম হলেও ড্রাইভার পালিয়ে যায়। যাহার নং- চট্রগ্রাম-জ-১২১৮। এ ব্যাপারে নিহতের বড় ভাই আলাল মিয়া বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
ওসি বিপ্লব কুমার বিশ^াস এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন।