সুলতানের তেহরান জয়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮ | ১০৬২

বলিউড তারকা সালমান খান ও সদ্য বিয়ে করা আনুশকা শর্মা অভিনীত ‘সুলতান’ ছবিটি বেশ সাড়া জাগিয়েছিলো। ২০১৬ সালে মুক্তি পাওয়া ছবিটি কাঁপিয়েছিলো বক্স অফিসও।

যশরাজের ব্যানারে পরিচালক আলী আব্বাস জাফরের এবার দেশের গন্ডি পেরিয়ে সুদুর ইরানের তেহরানে পুরস্কার জয় করলো। সম্প্রতি ‘তেহরান চলচ্চিত্র উৎসব’-এ সেরা পরিচালক, সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী এই তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতেনিয়েছে সুলতান।

পুরস্কার জয় করে পরিচালক আলী জাফর নিজের ভালো লাগার কথা জানিয়েছেন টুইটারে। তিনি বলেন, ‘সুলতান একটি ক্রীড়াধর্মী ছবি।

একজন কুস্তিবিদের জীবনের নানান দিককে তুলে ধরা হয়েছিলো ছবিটির গল্পে। ছবিটি তার প্রাপ্য সম্মান অর্জন করেছে তেহরান চলচ্চিত্র উৎসবে। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।’