​​​​​​​সখীপুরে পাঁচ দিনব্যাপী বই মেলার শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২ | ৩৪৬
নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও বইয়ের মহত্ব তুলে ধরতে টাঙ্গাইলের সখীপুর পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে।
 
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ডাকবাংলো চত্বরে “দ্বিতীয় সূর্য" নামের একটি সংগঠনের উদ্যোগে এ মেলার আয়োজন করে।
 
মেলার প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম এ বই মেলার উদ্বোধন করেন।
 
প্রফেসর আলীম মাহমুদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, বীর মুক্তিযোদ্ধা এমও গণি, সখীপুর বার্তার সম্পাদক শা‌কিল আ‌নোয়ার প্রমুখ।
 
এসময় স্বাগত বক্তব্য রাখেন “দ্বিতীয় সূর্য" এর প্রতিষ্ঠাতা তৌহিদুর রহমান তানভীর।
 
মেলাটিতে ১২টি স্টল স্থান পেয়েছে। পরে সংগীত, নৃত্য ও নাটক পরিবেশন করে কলতান বিদ‌্যা‌নি‌কেতন।