২১শে ফেব্রুয়ারিতে সরকারি দপ্তরগুলোতে জাতীয় পতাকা উত্তোলন হয়নি


২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশেষ এ দিনটিতে সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক থাকলেও টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে জাতীয় পতাকা উত্তোলন দেখা যায়নি।
সরেজমিনে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার বিভিন্ন দপ্তর ঘুরে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখার এমন চিত্র দেখা যায়নি। এতে স্থানীয় লোকজনের মাঝে বইছে আলোচনা-সমোচলনার ঝড়।
যেসব দপ্তরগুলোতে পতাকা উত্তোলন হয়নি তার মধ্যে রয়েছে- উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, উপজেলা শিল্পকলা একাডেমি, উপজেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বি.আর.ডি.বি), উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা কৃষি গবেষণা ইনস্টিটিউট কার্যালয়, উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব ও উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়।
স্থানীয়রা জানান, ২১শে ফেব্রুয়ারি বাঙালির একটি মহান বিশেষ দিন। এদিনে বিভিন্ন সরকারি-বেসকারিসহ বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় প্রতাকা উত্তোলন বাধ্যতামূলক। দিনটি যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে।
কিন্তু বিশেষ দিনে উপজেলার ওই সব সরকারি দপ্তরগুলোতে ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়নি। দপ্তরগুলো পতাকা উত্তোলন না করে দায়িত্ব অবহেলা করা হয়েছেন বলে মনে করছেন অনেকে।
এদিকে, তবে সংবাদকর্মীদের ফোন পাওয়ার পর ওইসব দপ্তরগুলোর মধ্যে দু'একটি দুয়েকটি দপ্তরে পতাকা উত্তোলন করেছেন।
পতাকা উত্তোলন ও অর্ধনমিত না রাখার বিষয়ে জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ জানান, আচ্ছা আমি দেখতেছি। পতাকা উত্তোলন আছে তো।
উপজেলা সাব-রেজিস্ট্রার কর্মকর্তা কামরুজামান জানান, আমাদের দপ্তর পতাকা উত্তোলন করতে হয় না। উপজেলা প্রশাসনের আওতাধীন
এ বিষয়ে উপজেলা মুক্তিযোদা সংসদের সাবেক কমান্ডার এম.এ আব্দুল মজিদ মিঞা জানান, জাতীয় পতাকা উত্তোলন না করাটা দুঃখজনক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা: ইশরাত জাহান জানান, উপজেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করলে পরিষদের আর কোন দপ্তরে আলাদা করে উত্তোলন করতে হয় না। তবে পরিষদের বাহিরে দপ্তরগুলোতে নির্দেশনা দেয়া হয়েছিল।