ঝিনাইগাতীতে

প্রাণিসম্পদ বিভাগের সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮ | ৪২২

“বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ২২জানুয়ারী সোমবার সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের সেবাসপ্তাহ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের সভাপতিত্বে পরিষদের হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনূল ইসলাম বাদশা, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এস,এম,এ ওয়ারেজ নাঈম, প্রাণিসম্পদ কর্মকর্তা দীপক কুমার সরকার, কৃষি কর্মকর্তা আব্দুল আওয়াল, ঝিনাইগাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী টিটু, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক মজিবুর রহমান, উপজেলার খামারিদের পক্ষে আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা উপজেলায় প্রাণি সম্পদের উপর গুরুত্বারোপ করে দুগ্ধ খামার গড়ে তুলে চাহিদা মিটানোর জন্যে আহবান রাখেন। সভায় সরকারী কর্মকর্তা, সাংবাদিক, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও খামারিরা উপস্থিত ছিলেন ।