নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২ | ৩৬৩

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সদ্য ঘোষিত স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা স্বেচ্ছাসেবক দল এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান মিয়া সাজুর সভাপতিত্বে ও  স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির পরিচলনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ আসনের সাবেক  প্রতিমন্ত্রী গণমানুষের নেতা  কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এডভোকেট গৌতম চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, যুগ্ন আহ্বায়ক শরিফ উদ্দিন আরজু, হাবিবুর রহমান হবি, কেন্দ্রীয় জাসাস কমিটির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম স্বপন, উপজেলা যুবদলের আহবায়ক ফনির হোসেন ভুইয়া, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দিপন, যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. আতোয়ার রহমান, মো. নুরুজ্জামান রানা, মো. জাঙ্গাগীর আলম সরকার, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. জাহিদ হাসান, সাধারন সম্পাদক মীর খালিদ মাহাবুর রাসেল প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।