মির্জাপুরে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার


টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) গভীর রাতে উপজেলার পাকুল্যা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পাকুল্যা গ্রামের রাশেদ মিয়ার ছেলে রবিন মিয়া (২৭), চুকুরিয়া গ্রামের শাজাহান মিয়ার ছেলে শাহিস মিয়া (২৮), হালিম মিয়ার ছেলে সেলিম মিয়া (২৬), সমেজ মিয়ার ছেলে রাজ্জাক (৩৪) এবং সাটিয়াচরা গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে হারুন মিয়া (২৯)।
পুলিশ জানায়, বুধবার গভির রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পাকুলা এলাকায় টাঙ্গাইল লেনস্থ জনৈক মনিরের গাড়ি পরিস্কার করার ডকের সামনে ফাঁকা রাস্তায় গ্রেফতারকৃতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকা ঘেরাও করে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি স্ট্রীলের চাপাতি, একটি স্ট্রীলের চাকু, একটি সীম বিহীন নোকিয়া মোবাইল ফোন, একটি গ্যাস লাইট সাদা কস্টেপ দ্বারা মোড়ানো,একটি লোহার রড উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে সাতদিনের রিমান্ড আবেদনসহ গ্রেফতারকৃত পাঁচ ডাকাতকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু সাঈদ জানিয়েছেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ বলেন, গ্রেফতারকৃতদের নামে অত্র থানায় একাধিক মামলা রয়েছে। তাদের সাাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।