বাসাইলে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
 
												 
																			টাঙ্গাইলের বাসাইলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকালে বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাহিয়ান নূরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, হাবলা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউন গনী হাবিব, সাজ্জাদ হোসেন আলাল, আওয়ামীলীগ নেতা সুজন খানশুর, উপজেলা প্রাণিসম্পদ (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তবৃন্দ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন এলাকার খামারীরা তাদের পালিত পশু ও পাখি নিয়ে এ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এ প্রদর্শনীর আয়োজন করেছে।
 
                         
 
             
            