টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২ | ৩৯৮

টাঙ্গাইলের ধনবাড়ীতে ছেলেকে মাদক সেবন থেকে ফেরাতে না পেরে অবশেষে পুলিশে ধরিয়ে দিলেন বাবা।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মাদক সেবনের সময় নিজ বাসা থেকে আটক করে ধনবাড়ী থানা পুলিশ। মাদকাসেবী পৌর শহরের পূর্ব মিয়াপাড়া এলাকার আকবর আলীর ছেলে আবু বকল সিদ্দিক ওরফে মিন্টু (৩০)। 

মাদকাসক্ত মিন্টুর বাবা আকবর আলী বলেন, মিন্টু র্দীঘদিন যাবত মাদকাসক্ত। কোন ভাবেই তাকে ফেরাতে পারছিলাম না। ওর কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ট। সে বাসার ভিতরে ও বিভিন্ন জায়গায় বন্ধু-বান্ধব নিয়ে মাদক সেবন করতো। এলাকাবাসী প্রতিবাদ করলে হুমকি দিতো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসাইন জানান, নিজ ঘরে সিগারেটের ভিতর মাদকদ্রব্য সেবনের সময় আবু বকল সিদ্দিক ওরফে মিন্টকেু আটক করে ধনবাড়ী থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমান করা হয়। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।