পাহাড়ী টিলা কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা


টাঙ্গাইলের মির্জাপুরে পাহাড়ের টিলা কেটে অন্যত্র মাটি বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার রাতে উপজেলার তরফপুর ইউনিয়নের ছিট মামুদপুর এলাকায় অভিযানকালে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
জানা গেছে, ওই এলাকায় একদল মাটি ব্যবসায়ী রাতের আধারে পাহাড়ের টিলা কেটে ড্রাম ট্রাক যোগে অন্যত্র মাটি বিক্রি করে আসছিলো। খবর পেয়ে রবিবার গভির রাত পর্যন্ত অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় গোড়াই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. জুলহাস মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।