নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র ও তেল গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ


'দুনিয়ায় মজদুর এক হও' এই স্লোগানকে সামনে রেখে "দাম কমাও-জান বাঁচাও দিবস" উপলক্ষে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি টাঙ্গাইল জেলা শাখা।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাব এর সামনে ঘণ্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে চাল, ডাল, ভৈাজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের দাম বৃদ্ধি ও তেল-গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির ষড়যন্ত্রকে রুখে দাঁড়ানোর আহবান জানান কমিউনিস্ট পার্টি।
সমাবেশে বক্তব্য রাখেন- কমিউনিস্ট পার্টি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও সম্পাদক ওহিদুজ্জামান সদস্য হেমায়েত হোসেন হিমু, ইকবাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বেগম শামসুন্নাহার শান্তি, কমিউনিস্ট পার্টির গোপালপুর শাখার সভাপতি হবিবর রহমান, সম্পাদক এম.এ মাসুদ, ঘাটাইল শাখার সম্পাদক সরকার আবুল কাশেম ও কালিহাতী শাখার সম্পাদক রায়হানা ফেরদৌসী প্রমুখ।