ঘাটাইলে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


যুগান্তর সাংবাদিক ও ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান ফজলুর রহমানের সভাপতিত্বে ও স্বজন সমাবেশ ঘাটাইল উপজেলা শাখার আহবায়ক নজরুল ইসলামের সঞ্চালনায় কেককাটা আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউএনও মো. সোহাগ হোসেন, বিশিষ্ট লেখক গবেষক সাংবাদিক জুলফিকার হায়দার, অধ্যক্ষ শামছুল আলম মনি, সাবেক অধ্যাপক জুলফিকার-ই- হায়দার, সাবেক ভাইসচেয়ারম্যান আরিফ হোসেন, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মো. শাহজাহান, ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হীরা,দিগলকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মটু, লোকের পাড়া ইউপি চেয়ারম্যান শহিদুল হক, নিউজ ২৪ চ্যানেলের জেলা প্রতিনিধি আতিকুর রহমান, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সেক্রেটারী মোল্লা মুশফিকুর রহমান মিল্টন, আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান তাং,ঘাটাইল প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ হেলাল তালুকদার, দপ্তর সম্পাদক সবুজ সরকার সৌরভ, রকিবুল হাসান প্রমুখ।
পরে যুগান্তর স্বপ্ন সারথী প্রয়াত বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্বরনে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম।