টাঙ্গাইলে দেশীয় চোলাই মদসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩০ পিএম, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২ | ৪৫৬

টাঙ্গাইলের পৌর শহরে ৮০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শনিবার ভোরে পৌর শহরের বেবীস্ট্যান্ড কান্দাপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন পৌর শহরের পারদিঘুলিয়া দক্ষিণ কলেজ পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে জহিরুল ইসলাম (৪৩), সদর উপজেলার বড়বেলতা মধ্যপাড়া গ্রামের মৃত কুদ্দুসের ছেলে আব্দুল জব্বার (৪০)।

এসময় ৮০ লিটার দেশীয় চোলাই মদসহ তাদের হাতেনাতে আটক করা হয়। 

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃতরা দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।