টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা অপরাধীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৩:০৯ পিএম, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২ | ৫৭০

টাঙ্গাইল শহরের সন্তোষ বাগবাড়ী এলাকার ফার্নিচার ব্যবসায়ী শামসুল হকের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের সামনে শামসুল হকের এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। 

এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর সাহিদুল হক স্বপন ও রকি হায়দার, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ। 

বক্তারা বলেন পূর্ব শত্রুতার জেরে শামসুল হককে হত্যা করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকান্ড। হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি করছি।  দ্রুত গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হবে। 

টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন মামলার তদন্ত চলছে। সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন শামসুল হক। পরদিন সোমবার বিকেলে তার বাড়ির সামনের পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাতে নিহতের ভাই এডভোকেট  শামীম আল মামুন বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।