মাস্ক না পরায় ১৪ পথচারীকে গুণতে হলো জরিমানা


করোনা ভাইরাস ওকিক্রন সংক্রমণরোধে মাস্ক ব্যবহার না করার দায়ে টাঙ্গাইলের ভূঞাপুরে ১৪ জন পথচারীকে জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের গোবিন্দাসী টি-রোডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান জানান, সরকার ঘোষিত করোনা ভাইরাস ও ওমিক্রন সংক্রমনরোধ ও সকলকে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়েছে। এসময় মাস্ক না পরায় ১৪ জনকে মোট ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যহত থাকবে।