মাস্ক না পরায় ১৪ পথচারীকে গুণতে হলো জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০১ পিএম, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২ | ৩৫২
করোনা ভাইরাস ওকিক্রন সংক্রমণরোধে মাস্ক ব্যবহার না করার দায়ে টাঙ্গাইলের ভূঞাপুরে ১৪ জন পথচারীকে জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের গোবিন্দাসী টি-রোডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান। 
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান জানান,  সরকার ঘোষিত করোনা ভাইরাস ও ওমিক্রন সংক্রমনরোধ ও সকলকে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়েছে। এসময় মাস্ক না পরায় ১৪ জনকে মোট ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যহত থাকবে।