টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে  শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬ পিএম, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২ | ৪২৮
টাঙ্গাইল জেলা যুবলীগের উদ্যােগে সুবিধাবঞ্চিত শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
 
শুক্রবার দুপুরে টাঙ্গাইল পৌরসভার ১৮ নং ওয়ার্ডের সাবালিয়া কেন্দ্রীয় নাট মন্দিরে ৩ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
 
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য খন্দকার কামরুল হাসান, জেলা যুবলীগের সহ-সম্পাদক সোহেল রানা, স্থানীয় কাউন্সিলর আসাদুজ্জামান প্রিন্স প্রমুখ।