টাঙ্গাইল-৭ উপ-নির্বাচনে

মির্জাপুরে নৌকার গণজাগরনে মুক্তিযোদ্ধা সমাবেশ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০১ পিএম, শনিবার, ৮ জানুয়ারী ২০২২ | ৫৫৬

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপনির্বাচনকে সামনে রেখে নৌকার গণজাগরন সৃষ্টির লক্ষে মির্জাপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা বারটার দিকে উপজেলা কৃষি অফিসের সামনের চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ আসনের নৌকার প্রার্থী খান আহমেদ শুভ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর এনায়েত হোসেন মন্টু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইর পৌরসভার সাবেক মেয়র জামিলুল রহমান মিরন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, বীর মুক্তিযেদ্ধা ফজলুর রহমান বীরপ্রতীক, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন এবং বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারগণ।

সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সহস্রাধিক লোকজন অংশগ্রহন করে।

সমাবেশের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা আগামী ১৬ জানুয়ারী উপনির্বাচনে নৌকাকে বিজয়ী করতে একতবদ্ধা    কাজ করাররঅঙ্গীকার করেন।