উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করতে হবে -খান আহমেদ শুভ


টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী খান আহমেদ শুভ বলেছেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করতে হিংসা বিদ্বেষ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সোমবার বিকেলে উপজেলার লতিফপুর ইউনিয়নের ত্রিমোহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় বক্তৃতাকালে তিনি একথা বলেন।
লতিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম আলহাজের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোজাহিদুল ইসলাম মনির ও সিরাজুল ইসলাম সিরাজ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনজির আহমেদ বাবুল প্রমুখ।
আগামী ১৬ জানুয়ারি মির্জাপুর আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।