টাঙ্গাইল-৭ উপনির্বাচনে সাংবাদিকদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময়


টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী খান আহমেদ শুভ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার রাতে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি নিরঞ্জন পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৌকার প্রার্থী খান আহমেদ শুভ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্র্লভ বিশ্বাস, অনলাইন নিউজ পোর্টাল রাইসিং বিডি২৪ ডটকম এর বিশেষ প্রতিনিধি কিসমত খোন্দকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোজাহিদুল ইসলাম মনির ও সিরাজুল ইসলাম প্রমুখ।
খান আহমেদ বলেন, আমি নিজে একজন সাংবাদিক তাই আমার প্রতিটি ভাল কাজে সাংবাদিকদের পাশে চাই। আগামী দিনে মির্জাপুরের উন্নয়নে সকল সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করতে চাই। খান আহমেদ শুভ টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক আজকের দেশবাসী পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন