বাসাইলে বুস্টার ডোজ কার্যক্রম উদ্বোধন

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৫ পিএম, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ | ৪১৯

বাসাইলে করোনাভাইরাসের বুস্টার ডোজ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জান মাহমুদকে টিকা দেয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ পারভিন, চ্যানেল আই'য়ের জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ  প্রমুখ।

উদ্বোধনী দিনে ১০০ ব্যক্তি বুস্টার ডোজ নেন। মোবাইলে টিকার তথ্য পাওয়া সাপেক্ষে উপজেলার ষাটোর্ধ্ব ব্যক্তি, চিকিৎসক, চিকিৎসা সংশ্লিষ্টরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ ফ্রন্টলাইন যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া হবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই টিকা দেওয়া হবে বলে ডা. মো. ফিরোজুর রহমান জানিয়েছেন।