গোপালপুরে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত


টাঙ্গাইলে গোপালপুরের হেমনগরে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে "তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)" উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা তথ্য আপা তাসলিমা খাতুনের সঞ্চালনায় , মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে হেমনগর ঋষিপাড়া আশ্রয়ন প্রকল্পে অনুষ্ঠিত উঠান বৈঠকের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক ।
বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, উপজেলা তথ্য অফিসার তাসলিমা আক্তার, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ ।
এসময় উঠান বৈঠকে অংশগ্রহণ করা শতাধিক মহিলাকে তথ্য আপার কার্যক্রম ও নারীর ক্ষমতায়ন বিষয়ে অবগত করা হয় ।