ধনবাড়ীতে ঘোড়াদৌঁড় প্রতিযোগিতা


টাঙ্গাইলের ধনবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোঁড়াদৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার পৌর সদরের ভাতকুড়া পতিত ধান খেতে এলাকার যুবকদের উদ্যোগে শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে এ ঘৌঁড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন জেলা থেকে আগত ৫০ জন ঘোঁড়াদৌঁড় প্রতিযোগি। এসময় উপজেলা প্রতিযোগিতা দেখতে হাজার-হাজার নারী-পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধরা আসে।
প্রতিযোগিতায় প্রথম হয় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আলহাজ নূরুল ইসলাম ও দ্বিতীয় হন সরিষাবাড়ী উপজেলার সাইফুল ইসলাম। খেলাটি পরিচালনা করেন রমজান আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন ধনবাড়ী পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ. মান্নান, জামাল উদ্দিন সরকার, এহছাক আলী, দোলোয়ার হোসেন ও আল-আমিন প্রমুখ।