টাঙ্গাইলে অবৈধভাবে মন্দিরের কমিটি গঠনের প্রতিবাদে মানবন্ধন


টাঙ্গাইল শহরে অবস্থিত শ্রী শ্রী ছোট কালিবাড়ি মন্দিরের কমিটি অবৈধভাবে গঠন করার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা।
শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধন কর্মসূচিতে মন্দিরের নেতৃবৃন্দ অভিযোগ করেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও (সখিপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য এড্যাভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের কোন নিয়ম না মেনে শুক্রবার সকাল নয়টার দিকে টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ায় অবস্থিত শ্রী শ্রী ছোট কালিবাড়ি মন্দিরে গিয়ে দুলাল চন্দ্রকে সভাপতি এবং অপুর্ব নামের একজনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা দিয়ে চলে আসেন। এ সময় আগের কমিটির কাউকে সেখানে ডাকা হয়নি বলেও অভিযোগ করা হয়। এক তরফা কমিটি গঠনের ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি বিশু নাথ, সাবেক সাধারণ সম্পাদক অর্জুন দাস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কানু বসাক, সদস্য রিমা প্রমূখ।