মির্জাপুরে অজ্ঞাত মরদেহ উদ্ধার


টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অজ্ঞাত পরিচয় এক পুরুষের (৩৫) গলিত মরদেহ উদ্ধার করেছে।
শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার গোড়াই সোহাগপাড়া বাজারের পরিশ্চম পাশের একটি ডোবা (রহির দও) থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে দেওহাটা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই আইয়ুব খান জানিয়েছেন।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি ওই ডোবার পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। মরদেহটির ডান হাতের বাহুতে ট্যাটুতে ইংরেজী অক্ষর আর এবং বাম হাতের বাহুর ট্যাটুতে আরবি অক্ষরে আল্লাহ্ লেখা রয়েছে। চোখ মুখসহ বিভিন্ন অঙ্গ নষ্ট হয়ে গেছে। এক থেকে দেড় মাস আগে ওই ব্যক্তি মারা যেতে পারে বলে পুলিশ ধারনা করছে।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্ধিন বলেন, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য শনিবার সকালে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।