প্রচারণার শেষ দিনে বাঘিল ইউপিতে নৌকার বিশাল শোডাউন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১ | ৪৮৭

আসন্ন টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণার শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত এস.এম মতিয়ার রহমান তালুকদার মন্টুর (নৌকা প্রতীক) পক্ষে বিশাল শোডাউন ও ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।

শুক্রবার বিকেলে ইউনিয়নের যুগনি হাটখোলা থেকে পাঁচ শতাধিক মোটরসাইকেল শোডাউনসহ ব্যাপক প্রচারণা চালানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন থানা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মঞ্জু ও শহিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফরিদ আহমেদ ও ছাত্রলীগ নেতা আশিকুর রহমান, গিয়াস উদ্দিন প্রমুখ।

এর আগে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শত শত মোটরসাইকেল এসে যুগনি হাটখোলায় এসে সমবেত হয়।